১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন স্থগিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২২
বিএনপির জরুরি সংবাদ সম্মেলন স্থগিত

Sharing is caring!

অনলাইন ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে বিশেষ সংবাদ সম্মেলন করার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় হোটেল লেকশোরের বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনের দিনক্ষণ পরে জানানো হবে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ করতে চায় বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। যদিও বিএনপি সেখানে সমাবেশ করবে না বলে জানিয়েছে। তৃতীয় কোনো ভেন্যুর বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা চলছে। পুরান ঢাকার ধূপখোলা মাঠের কথাও আলোচনা হচ্ছে। এর মধ্যেই বুধবার সকাল থেকে নয়াপল্টনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দুপুরের দিকে সেখানে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।