৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় সাপ্তাহিক অভিযোগ এর বিশেষ বিজ্ঞপ্তি

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২
জাতীয় সাপ্তাহিক অভিযোগ এর বিশেষ বিজ্ঞপ্তি

Sharing is caring!

জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিক’ র সহ সম্পাদক -ব্যুরো প্রধান- বিশেষ প্রতিনিধি – স্টাফ রিপোর্টার – জেলা ও থানা প্রতিনিধি গণদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি।

আপনারা জানেন সাপ্তাহিক অভিযোগ পত্রিকার অনলাইন ওয়েব সাইটে ২৪ ঘন্টা নিউজ পাবলিষ্ট হয়। সেই সাথে প্রতি সাপ্তাহে পত্রিকা পিন্ট হচ্ছে নিয়মিত, পাশাপাশি অনলাইন কপি ও বেড় হচ্ছে। কিন্তু আপনাদের বার বার সর্তক করার পরেও আপনারা ঠিক মতন নিউজ পাঠান না, এ যাবৎ কোন বিজ্ঞাপন ও পত্রিকা হাউজ কে দেন না। তাই আপনাদের বিশেষ ভাবে সর্তক করা গেলো যে আগামী দুই সাপ্তাহের ভিতরে সবার সঠিক নিয়ম মতন নিউজ দিতে হবে।

প্রতিটি প্রতিনিধি দের কম করে প্রতি সাপ্তাহে একটি ক্রাইম নিউজ ও একটি জাতীয় নিউজ, একটি আপনার এলাকার উন্নয়ন মূলোক নিউজ কি বা বিজ্ঞাপন দিতে হবে, বার্ধ্যতা মূলোক।যদি এইরুপ কার্যক্রম থেকে আপনি আপনারা ব্যর্থ্য হন, তাহলে দয়া করে আপনাকে পত্রিকা হাউজ থেকে যে সরঞ্জাম দেয়া হয়েছে, কার্ড -নিয়োগ পত্র- ফিতা – গাড়ির স্টিকার সব ফেরত দিতে বার্ধ্য থাকিবেন।

সেই সাথে আমরা আপনার ছবি, কার্ড সহ পত্রিকায় নিউজ করে আপনাকে চিরো তরে অব্যহৃতি দিতে বাধ্য থাকিব। এতে কোন প্রকার সুপারিশ চলিবে না সে যেই হন না কেনো, এবং এতে আপনারা পত্রিকা অফিস পক্ষ কে কোন দায়ী করতে পারিবেন না ।
ধন্যবাদ সবাইকে —

নিবেদক —
শেখ তিতুমীর আকাশ
ভারপ্রাপ্ত সম্পাদক: জাতীয় সাপ্তাহিক অভিযোগ পিন্ট পত্রিকা।
সম্পাদক ও প্রকাশক: বাংলা সাহিত্য বার্তা পিন্ট পত্রিকা।
মোবাইল : 01883222333।