২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে আগুন

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৫
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে আগুন

Sharing is caring!

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিফোটার:- সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে আগুন লেগেছে চট্টগ্রামের পটিয়ায় একটি গাড়িতে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শান্তিরহাট বাজারে রাখা একটি মিনি ট্রাকের ব্যাটারি সংযোগ থেকে শর্ট সার্কিট হয়। এসময় গাড়িতে গ্যাস ভর্তি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ছুটে গেলেও এর আগে আগুনে গাড়ি পুড়ে যায়।

পটিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আসাদ জানিয়েছেন, গাড়ির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। তবে কেউ হতাহত হয়নি।