১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিটি মেয়র

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিটি মেয়র

Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

নগরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। একইসঙ্গে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই ও বর্জ্য অপসারণেরও আহ্বান জানান মেয়র।
এক বিবৃতিতে মেয়র বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। এ এক অনাবিল আনন্দ। যে আনন্দের কোনো তুলনা নেই। এ আনন্দ আল্লাহর নৈকট্য লাভের আনন্দ। এ আনন্দ গুনাহ মাফের এবং বৈষয়িক ব্যস্ততাকে বাদ দিয়ে পরলৌকিক জগতের পাথেয় সংগ্রহ করার আনন্দ
ঈদ ধনী-গরিব নির্বিশেষে সব নাগরিকের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক এ কামনা করে মেয়র বলেন, পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে নগরবাসীর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি।
মেয়র জানান, প্রতিবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বিকাল ৪টার মধ্যে নগরে র ৪১টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের পরিকল্পনা নিয়েছে।