১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২২
পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান

Sharing is caring!

পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধিঃ অদ্য ২৫-১১-২০২২ খ্রিঃ শুক্রবার জয়পুরহাট জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট স্টেডিয়ামে পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জয়পুরহাট জেলা বনাম দিনাজপুর জেলা। উক্ত খেলায় জয়পুরহাট জেলা ২-০ গোলের ব্যবধানে দিনাজপুর জেলাকে পরাজিত করে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক, জয়পুরহাট, জনাব অধ্যক্ষ খাজা সামসুল আলম, চেয়ারম্যান, জেলা পরিষদ, জয়পুরহাট, জনাব আরিফুর রহমান রকেট সভাপতি জয়পুরহাট জেলা আওয়ামী লীগ ও প্রশাসক জেলা পরিষদ জয়পুরহাট, জনাব মোঃ জাকির হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ জয়পুরহাট, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, মেয়র, জয়পুরহাট পৌরসভা, জনাব মাহবুব মোরশেদুল আলম লেবু, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, জয়পুরহাট এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয়। সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ উভয় দলের খেলোয়ারদের সঙ্গে কুশল বিনিময় করে পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচের খেলা উদ্বোধন করেন। ফাইনাল ম্যাচ শেষে জয়পুরহাট জেলা ১ম স্থান, দিনাজপুর জেলা ২য় স্থান অধিকার করায় জয়পুরহাট জেলাকে চ্যাম্পিয়ন পুরুষ্কার হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি ও ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং দিনাজপুর জেলাকে রানার্সআপ ট্রফি ও ৫০,০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়।