১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চাটখিলে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও প্রান্তিক চাষিদের সার ও বীজ বিতরণ

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২২
চাটখিলে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও প্রান্তিক চাষিদের সার ও বীজ বিতরণ

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদপত্র বিতরণ এবং প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এউপলক্ষে বুধবার (১৬ নভেম্বর) দুপুরে চাটখিল উপজেলা সভা কক্ষে এক সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম।

সভায় বক্তব্য রাখেন, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলী তাহের ইভু, সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম।

সভায় উপস্থিত মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদপত্র এবং ২শতাধিক প্রান্তিক চাষিদের মাঝে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি এইচ.এম ইব্রাহিম।