২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫৪

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫৪

Sharing is caring!

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫৪

নাসরিন আক্তার রুপা :- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের হেফাজতে থাকা ৬ হাজার ৪৪৭ পিস ইয়াবা, ৮৪ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ২ বোতল ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে বলে সাপ্তাহিক অভিযোগ কে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।