২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম

Sharing is caring!

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম। নির্বাচনে তিনি পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট।১৭ অক্টোবর সোমবার সকাল থেকে ভোট গেহণ চলে এবং শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।তিনি বলেন, ১৫টি কেন্দ্রে ২ হাজার ৭৩০ ভোটারের মধ্যে ২ হাজার ৬৯৬ জন ভোট দিয়েছেন। যা  ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে এটিএম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।তদক্ষনিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত চেয়ারম্যান বলেন এই জয় আমার নয়,এটা আপনাদের সবার।আমি সবাই কে নিয়ে জেলা পরিষদ কে একটি সুন্দর ও আরো আধুনিক জেলা পরিষদ হিসাবে গড়ে তুলব।