১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

আমার প্রোফাইল কেউ লগইন করেছিল; মাহি

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০২২
আমার প্রোফাইল কেউ লগইন করেছিল; মাহি

Sharing is caring!

আমরা আর একসাথে নাই’! ফেসবুকে চিত্রনায়িকা মাহিয়া মাহির এমন পোস্টে রহস্য ছড়িয়ে পড়ে তার ভক্তদের মাঝে। রোববার রাত ৯টার দিকে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট দেওয়া হয়।

ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র ১৫ মিনিটেই তাতে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট পড়ে। মন্তব্য করেন অনেকেই। আধা ঘণ্টা পর সেই পোস্ট সরিয়ে দেন মাহি।

পরে রাত ১০টার দিকে আবারও ফেসবুকে ওই আইডি থেকে আরেকটি পোস্ট দেন ঢাকাই সিনেমার এ নায়িকা।

সেখানে মাহিয়া মাহি লেখেন, কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইল কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কি ভয়ানক!

তার এ পোস্টের নিচে অনেকে তাকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। তার উত্তরও দিয়েছেন মাহি। ভক্তদের পরামর্শের মন্তব্যের জবাবে মাহি লেখেন, ‘অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করেছি। আল্লাহ বাঁচাইছে!’

প্রসঙ্গত, ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেলো বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন।

গত বছরের সেপ্টেম্বরে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন।

তার প্রথম পোস্টের পর রহস্য ছড়িয়ে পড়ে। জল্পনা শুরু হয়- তাহলে কি আবারও বিয়ে বিচ্ছেদ হলো মাহিয়া মাহির? কেউ কেউ আবার জানতে চান, এ নায়িকার আইডি হ্যাক হলো কি না?