২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

আওয়ামী-লীগের শত্রু হলো বিএনপি-জামাত জোট; স্বাস্থ্যমন্ত্রী।

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২২
আওয়ামী-লীগের শত্রু হলো বিএনপি-জামাত জোট; স্বাস্থ্যমন্ত্রী।

Sharing is caring!

ঢাকাঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আওয়ামী-লীগের শত্রু হলো বিএনপি-জামাত জোট। স্বাধীনতা বিরোধী দল ছিল তারা। তারাই আগামীতে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে পেছনের দরজা দিয়ে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

শনিবার (৮ অক্টোবর) সন্ধা সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে, বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী-লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনদের ইজ্জত নিয়েছিল তাদেরকে মন্ত্রী, এমপি বানিয়েছিল বিএনপি। শুধু তাই নয় বিএনপি-জামাত জোট গ্রেনেড হামলা করেছিল প্রধান মন্ত্রী শেখ হাসিনার ওপর, তারা সিরিজ বোমা হামলা করেছিল, মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে, পদ্মা সেতু যেন না করতে পারে, সেজন্য বিশ্ব ব্যংকের অর্থায়ন নষ্ট করেছে ষড়যন্ত্রের মাধ্যেমে বিএনপি-জামাত জোট। তাই দেশকে যারা ভালোবাসে তারা কখনও দেশের ক্ষতি করতে পারে না। এজন্য দেশের মানুষ বিএনপি-জামাত জোটকে প্রত্যাখান করেছেন।

মন্ত্রী বলেন, অযোগ্য নেতূত্বে দেশের উন্নয়ন হয় না, বরং পিছিয়ে পড়ে। দেশের মানুষ বিএনপি-জামাত জোট দলকে সরকারের দায়িত্ব দিয়েছিল। ওই সময় অযোগ্যদের এমপি-মন্ত্রী করা হয়েছিল। তারা দেশকে পিছিয়ে দিয়েছিল। এখন শেখ হাসিনার নেতূত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সে কারণে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। গড় আয় আমাদের ২৮ শ ডলার হয়েছে। যা পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে অনেক বেশি। এই উন্নয়নকে ধরে রাখার জন্য আগামী নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহব্বান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলার চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ।

বক্তব্য শেষে বেতিলা-মিতরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক সুনীল সুরের নাম ঘোষণা করেন মন্ত্রী।