২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

“টাকা” মোঃ জান্নাত মোল্যা।

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২২
“টাকা” মোঃ জান্নাত মোল্যা।

Sharing is caring!

টাকা

মোঃ জান্নাত মোল্যা 

এক বিশ্রামহীন নেশায়
আসক্ত এ জীবন..

সে নেশায় আকরে থাকে
কত না আপনজন।

পৃথিবীতে আনন্দ রয় না বেশি দিন
কি হবে সে নেশায় থেকে
ছেড়ে যেতে হবে একদিন।

প্রশ্ন সবার নেশাটা কি
কেন রয়েছে ঢাকা!!
উত্তরটা সবারই জানা
নেশাটা হচ্ছে টাকা।।

যার পেছনে দৌড়াতে চায়
সবার মন।
টাকাই হলো সেই নেশা ভাই
টাকাই সবার আপনজন।।

টাকার পেছেনে দৌড়িয়ে সবাই
ভুলেছে আপন ঠিকানা।

টাকাই ভুলাই জাত-পাত
আর টাকা ছাড়া কেউ চিনে না।

আপনজনে যায় ভুলে সব
এই নেশার অভাবে,,

কি হবে সে নেশায় পরে
যাহা আপনজনা নাই রবে।

দিনের কথা ভুলে গিয়ে সবে
নেশার মুগ্ধ থাকে..
নেশায় দেয় আনন্দ,
নেশায় ফেলে বিপাগে।।।

জীবন বড় দুঃস্কর হয়,
যদি হয় পকেট ফাকা।

জীবনকে অনেকে সহজে চালান যায়,
যদি থাকে টাকা।।।