২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

চাটখিলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ছাত্রলীগ নেতাকে মারধর করে গুরুতর আহত

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২২
চাটখিলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ছাত্রলীগ নেতাকে মারধর করে গুরুতর আহত

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মেহেরাজ হোসেন হৃদয় মাদক সেবী ও বিক্রয়কারীদের বাধা দেওয়ায় সংঘবদ্ধ মাদকসেবীরা হামলা করে তাকে গুরুতর আহত করে। এব্যাপারে ঐ ছাত্রলীগ নেতা, সোমবার রাতে চাটখিল থানায় ৯জনের নাম ও অজ্ঞাতনামা ৬/৭জনের বিরুদ্বে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, স্থানীয় বৈকন্ঠপুর গ্রামের ছুবানী বাড়ির বীরমুক্তিযোদ্ধা মৃত. ওমর ফারুকের ছেলে ছাত্রলীগ নেতা মেহেরাজ হোসেন হৃদয়ের বাড়ির সামনে সোমবার সন্ধ্যায় একই বাড়ির নুর হোসেন, স্থানীয় কাউছার, চাঁন মিয়া সহ ১৪/১৫জন মাদক সেবী ও মাদক কারবারি সংঘবদ্ধভাবে মাদক সেবন ও বিক্রয় করে। এহেন অসামাজিক ও অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে হৃদয় প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে হৃদয়ের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা হৃদয়ের পকেটে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে হৃদয়ের শোরচিৎকারে স্থানীয়রা দৌড়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বর্তমানে হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় থানায় মামলা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।