Sharing is caring!

বৃষ্টি হবার পর ভেজা মাটির গন্ধ শুখেছেন কভু
কেন মেঘ জমে আকাশে
মাঘে পূর্নিমাত জ্যোৎস্না স্লানে গিয়েছেন কভু
সেই সবুজের শিশির ভেজা নরম দূর্বাঘাসে
চোখ সেত আজন্ম অধার্মিক
ভালোবাসার চিরচেনা মুখ গুলি
অতিতের কাছে হার মানে প্রতিদিন
আর তার শয্যায় আমরা প্রতিদিন
স্বপ্ন বিসর্জন দেই হয়তবা কোন একদিন দেখার আখাংক্যা জাগে
নীল শাড়ী
নীল চুড়িঁ
নীল টিপ
চুল গুলো হালকা বাতায়নে দুল খায়
উদাশি বনে মেঘে পাগল পাড়া
হারিয়েছি যাকে স্মৃতিময় পটে
হবে কি একদিন পাশাপাশি ব্রম্মপুত্রে কালো জলে এক কাপ চা নিবারণের পালা
সেদিন হয়ত আপনি অর্চনা বোস আর…….আমি শ্রীকান্তের মত কেও
ঋতু
৭/৮/১৯