১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শফিকুল হত্যা মূল ঘাতকসহ ৩ জন গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২২
নাগরপুরে শফিকুল হত্যা মূল ঘাতকসহ ৩ জন গ্রেফতার

Sharing is caring!

নাগরপুরে শফিকুল হত্যা মূল ঘাতকসহ ৩ জন গ্রেফতার

টাংগাইল নাগরপুর উপজেলা প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে শফিকুল ইসলাম (৪৫) হত্যার একদিনের মাথায় পুলিশ হত্যা রহস্য উৎঘাটন করেছে। এ হত্যা কান্ডের মূল হোতা মোরশেদা আক্তার সহ – তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। একই সঙ্গে হত্যা কান্ডে ব্যবহারকৃত অটো রিক্সা উদ্ধার করা হয়েছে। পরকীয়া প্রেমের কারণে হত্যা কান্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এদিকে গ্রেফতারকৃত মোরশেদা আক্তার স্বীকার করে আদালতে জবান বন্দি দিয়েছে বলে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন জানান গত ১৯ জুলাই মঙ্গলবার সকালে টাংগাইলের নাগরপুর উপজেলার মানড়া নোয়াপাড়া এলাকায় কালভার্টের নিচ থেকে শফিকুল ইসলামের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয় ওইদিন এ ঘটনায় শফিকুলের স্ত্রী রাহেলা বেগম বাদী হয়ে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ মনোয়ার হোসেন তথ্য প্রযুক্তি ও তদন্ত কৌশল কাজে লাগিয়ে এদিন রাতেই শফিকুল হত্যার মূল আসামী মোরশেদাকে পাকুটিয়া থেকে গ্রেফতার করা হয়। পরে মোরশেদা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট মাহবুবর রহমানের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে জানান নিহত শফিকুল মোরশেদার সাথে অনৈতিক সম্পর্ক স্বপনের চেষ্টা করে। সে সময় মোরশেদা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মুখে কাপড় পেচিয়ে হত্যা করে। পরে মোরশেদার দেবর অটো চালক বারেক ও কালা চান কে সাথে নিয়ে লাশ বস্তায় ভরে কালভার্টের নিচে ফেলে যায়। মোরশেদার দেওয়া তথ্য অনুযায়ী হত্যা কান্ডে জারিত অটো চালক মোরশেদার বেবর বারেক মিয়া কে টাংগাইলের মির্জাপুর থেকে ও অপর আসামী কালা চান কে কেদার পুর থেকে পুলিশ গ্রেফতার করেছে।