১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

পলাশবাড়ী বরিশাল ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে যত্ন প্রকল্পের তালিকা প্রনয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯
পলাশবাড়ী বরিশাল ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে যত্ন প্রকল্পের তালিকা প্রনয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ

Sharing is caring!

 

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা প্রতিনিধি -গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে যত্ন প্রকল্পের তালিকা প্রনয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে দাখিল করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন অভিযোগটি আমলে নিয়ে উপজেলা সমাজসেবা অফিসারকে তদন্তের দায়িত্ব প্রদান করেছেন।সেই সাথে আগামী ৮ আগষ্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

অভিযোগে জানাযায় বরিশাল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার ইউপি সচিব ও যত্ন প্রকল্পের মাঠ কর্মী, যত্ন প্রকল্পের ৭ জন সুবিধাভোগীর নিকট ফরম জমা নিয়ে উদ্দেশ্য প্রনোদিত হয়ে তথ্য আবডেট করেন নাই।শুধু তাই নয় সরকার দলীয় ব্যাক্তিদের নাম তালিকা ভুক্ত না করাসহ বেশ কয়েকটি অভিযোগ আনায়ন করা হয়েছে ইউপি চেয়ারম্যান, সচিব ও যত্ন প্রকল্পের মাঠ কর্মীর বিরুদ্ধে।