১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিশু আমির হামজার চিকিৎসার দায়িত্ব নিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২১
শিশু আমির হামজার চিকিৎসার দায়িত্ব নিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল

Sharing is caring!

শিশু আমির হামজার চিকিৎসার দায়িত্ব নিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল

স্টাফ রিপোর্টার :- ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার ভোলাচং ৯নং ওয়ার্ডের বাসিন্দা সাওয়ার হোসেন এর শিশু পুত্র টিউমার আক্রান্ত আমির হামজার চিকিৎসার দায়িত্ব নিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার নিউরো সায়ন্স হাসপাতালের বিভাগীয় প্রধানের সাথে কথা হলে ভর্তিসহ চিকিৎসার সকল ব্যবস্থা করেছেন বলে ওই বিষয়টি নিশ্চিত করা হয়।

জানাযায়, শিশু আমির হামজা’র পিতা সেলুনের কাজ করে যে টাকা দৈনিক আয় করেন তা দিয়ে তার পরিবার কোনো রকমে চলে। টিউমার আক্রান্ত শিশু আমির হামজার চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা বহন করার সামর্থ্য নেই।

শিশু আমির হামজার পিতা বলেন, আমি আমার ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছি। আমার ছেলের অসুস্থতার কথা শুনে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল ভাই আমার ছেলের অপারেশনের দায়িত্ব নিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি নিখিল ভাইকে যেনো সব সময় ভালো রাখেন এবং উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।