১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

গোবিন্দগন্জে বোরকা পরে প্রেমিকার সাথে দেখা করে ফেরার পথে ছেলে ধরা সন্দেহে প্রেমিককে গনধোলাই

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯
গোবিন্দগন্জে বোরকা পরে প্রেমিকার সাথে দেখা করে ফেরার পথে ছেলে ধরা সন্দেহে প্রেমিককে গনধোলাই

Sharing is caring!

 

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোরকা পরে প্রেমিকার সাথে দেখা করে ফেরার পথে ছেলে ধরা সন্দেহে প্রেমিক সিদ্দিক( ২০) নামে এক যুবক গণধোলাইয়ের শিকার হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত অনুমান ৮ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ডাকুয়া বাজারে।

গণধোলাইয়ের শিকার প্রেমিক ছিদ্দিক উপজেলার বকচর গ্রামের বুল মাজেমের পুত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শিরা জানান, বোরকা পরিহিত যুবককে দেখে সন্দেহ হলে লোকজন হই হুল্লর করে। এ সময় ওই যুবক নিজেকে রক্ষায় দৌড় দেয়। লোকজন তার পিচু নিয়ে ধাওয়া করে ছেলেধরা বলে আটক করে গণধোলাই দিতে থাকে। কিন্ত সে বার বার লোকজনকে বলতে থাকে সে ছেলেধরা নয়।

বোরকা পরিহিত অবস্থায় উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে তার প্রেমিকার সাথে দেখা করার জন্য এ কৌশল অবলম্বন করেছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ছিদ্দিককে উদ্ধার করতে গেলে পুলিশের সাথে স্থানীয় লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে ইউ’পি চেয়ারম্যান, মেম্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে পুলিশ ছিদ্দিককে আটক করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।