১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শোকে বাবার জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন মেয়ে

admin
প্রকাশিত মে ৫, ২০২১
শোকে বাবার জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন মেয়ে

Sharing is caring!

শোকে বাবার জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন মেয়ে

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ- শোক সামলাতে না পেরে বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়েছেন ৩৪ বছর বয়সী মেয়ে। ভারতের রাজস্থানের বার্মার জেলায় এই ঘটনা ঘটেছে। প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে তার শরীর। প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর যোধপুরে স্থানান্তরিত করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৪ মে) ৭৩ বছর বয়সী দামোদরদাস সারদার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। রোববার থেকেই তিনি স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুর পর করোনা প্রটোকল মেনে শেষকৃত্যের জন্য ওই দেহ পরিবারের হাতে তুলে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রেম প্রকাশ বলেন, দামোদরদাসের তিন কন্যা। তার মধ্যে ছোট মেয়ে চন্দ্রকলা বাবার শেষকৃত্যের সময় উপস্থিত থাকার জন্য বারবার অনুরোধ করেছিলেন। ওই পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। এ কারণে তাকে শেষকৃত্যের সময় উপস্থিত থাকার অনুমোতি দেওয়া হয়। সেখানেই শোক সামলাতে না পেরে বাবার চিতায় ঝাঁপ দেন তিনি।

তবে এ এক অন্য সহমরণের চেষ্টার ছবি কাঁদিয়েছে অনেককেই।