৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বরষার জলছবি

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১
বরষার জলছবি

Sharing is caring!

বরষার জলছবি

রোখশানা রফিক 

——————-
নিঃসঙ্গতার ঘোরে একলা ডাকে ডাহুকী। ছপছপ পদ্মপাতায় আলতো পায়ে হেটে যায় আলো-আঁধারীর জলছাপে। কিন্নরী পদ্মে রাঙা ফড়িংয়ের পাখায় পাখায় গুঞ্জন। ক’ফোটা বৃষ্টি ঝরে দামাল মাতাল মেঘের বুক থেকে। নীপবনে কদমবীথির শাখায় শাখায় মৃদু সৌ্রভ। ফুলদল চোখ মেলে চেয়ে দেখে বর্ষা্রাণীর রূপের সৌ্ম্য স্নিগ্ধতা।

পেলব কোমল কদম কেশরে ছুঁয়ে যায় বৃষ্টির শিহরণ। জংলা লতায় কচুর পাতায় একফোটা টলটলে জল নিমেষেই হারায় ক্ষনস্থায়ী সুখের আয়ুষ্কাল। তবু বিরহিনী পথ চেয়ে দিন গোনে,
এবার বর্ষা শেষে শরতের নীলাকাশ ছায়া ফেলবে কাশফুল ঘন নদীতীরে। উজানের নাও বেয়ে ভাটির দেশের মাঝি নৌকা ভিড়াবে কদমতলীর বাঁকে।।