১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নাটোরের বড়াইগ্রামে ৪৮ লাখ টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১
নাটোরের বড়াইগ্রামে ৪৮ লাখ টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক

Sharing is caring!

নাটোরের বড়াইগ্রামে ৪৮ লাখ টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক

 

হৃদয় রাজ নাটোর (লালপুর) ::

নাটোরের বড়াইগ্রামে ৪৮ লক্ষ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইনসহ মাইনুল ইসলাম (৪৭) নামে এক ট্রাক মালিককে আটক করেছে পুলিশ।

একই সাথে পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়েছে। শনিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাইনুল চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নামোরাজারামপুর এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকপুর এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি চালায় এবং সিটের নিচে দুটি প্যাকেটে ভরা ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় চালকের পাশে বসা মালিক মাইনুল ইসলামকে আটক করা হয় এবং মাদক পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য নূন্যতম ৪৮ লাখ টাকা।

থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটক মাইনুল ইসলাম এর আগেও একাধিকবার ফেনসিডিল, হেরোইন ও অন্যান্য মাদকসহ আটক হয়েছেন এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমান ঘটনায়ও তার নামে মাদক আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হবে।