১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শাহপরান থানায় চুরাই গরুসহ একজন গ্রেপ্তার

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২১
শাহপরান থানায় চুরাই গরুসহ একজন গ্রেপ্তার

Sharing is caring!

শাহপরান থানায় চুরাই গরুসহ একজন গ্রেপ্তার

 

ফকির হাসানঃ- দির্ঘদিন যাবত চোরাই গরুর মাংস বিক্রি করে আসছিলেন শাহপরান থানাদিন মো: সাহিদ মিয়া নামের এক চোরাই গরু এবং মাংস বিক্রেতা, তিনি দির্ঘদিন যাবত চোরাই গরু বিক্রি করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা, কিন্তুু শেষরক্ষা হয়নি চোরচক্রের মুলহূতা মো:সাহিদ মিয়ার,আজ ১০/৩/২০২১ তারিখ সকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের সময় অভিযোগ পএিকার নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম লিমন ও বিশেষ প্রতিনিধি সপন দাশ,একটি জরুরী পগরাম এ জাওয়ার পথে একটি পিকআপ ব্যন পিছন থেকে দূত গতিতে এসে চাপা দেয়, কিন্তুু ভাগ্যকমে ২ সাংবাদিক বেছেজান, তার গাড়িটি লক্ষ্য করে পিচু নেন, গাড়িটি সিলেট শাহপরান থানাধীন দাশপাড়া ৬ নাম্বার রোডে ডুকে একটি বাড়ির বিতরে গিয়ে থামে, তখনই সাংবাদিক সপন দাশ বাড়ির বিতরে ডুকে দেখতে পান ওই গাড়িতে ৪টি বস্তুাবন্দি গরু, ঠিক তখনই কামরুল ইসলাম লিমন 999 এ কল করে পুলিশ এর সাহায্য চান, তখনই ডিউটিরত অফিসার কামাল সাহেবের অভিযানে এ ৪টি গরু সহ প্রধান আসামি সাহিদকে গ্রেপ্তার করেন,বর্তমানে এই ঘটনার থানায় মামলার পস্তুুতি চলছে।