১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

★★ অনুশোচনা ★★

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯
★★ অনুশোচনা ★★

Sharing is caring!

–(শোভা রাণী বিশ্বাস)

ওঠো,খোকা ওঠো
ভোর হলো যে-
স্কুলে যেতে হবে,
স্কুলে না গেলে
বাবা এসে বকা দেবে।
সোনাযাদু, মানিক আমার
মানুষ হতে হবে,
লেখাপড়া না শিখলে
কেমনে মানুষ হবে?
থাক,না মা–
আর একটু ঘুমাই
থাকি আজ বাড়ি,
হয়নি কোন স্যারের পড়া
স্যার যে দেবে ঝাড়ি।
ফাঁকি দিয়ে এমনি করে,
ফেল করেছি বছর ভরে।
অবশেষে লেখাপড়ার
বেজে গেল বারো,
বলল বাবা লেখাপড়া
এবার তবে ছাড়ো।
সেই যে হলো ছাড়া ছাড়ি,
লেখা পড়ার সাথে আড়ি।
বাবা মায়ের স্বপ্ন খানি
জলাঞ্জলী দিয়ে,
ফাজলামোতে গেছে সময়
বন্ধু-বান্ধব নিয়ে।
বুঝলাম না শুধু আমি,
লেখা পড়া কত দামী।
এখন দেখি বন্ধুরা সব
এস পি, ডি সি হয়ে,
বড়ো বড়ো গাড়ি চড়ে
আমি থাকি চেয়ে।
বন্ধুরা সব দেশ-বিদেশে
বড়ো চাকুরী করে,
আর আমি?
এখন রিকশা চালাই
ঢাকার শহরে।।