২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

আমি এখনো দাঁড়িয়ে রাস্তার শেষ মোরে

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
আমি এখনো দাঁড়িয়ে রাস্তার শেষ মোরে

Sharing is caring!

 

★★পুনম শাহরীয়ার ঋতু★★

জানিস তো বুকের ভেতর টা কেমন করে
তোকে ছারা আমার অলস বিকেল গুলি,
খবু সহজেই ক্লান্ততা নেমে আসে।
টেনে ধরেছে অতিত,কি নির্মম বল।
এভাবে কি মানুষ বাচিঁয়ে রাখা যায়
আমি খুব কাছ থেকে দেখেছি
আমার অলস বিকেলের বৈরী বাতাশ টুকো শুধু তোকে খুঁজে।
আমি নেহাত পালিয়ে বেড়াচ্ছি
বিবেক এর কাছ থেকে।
কি করে বলি বল,তুই যে আর কোনদিন…………….
আরোবী ইসলাম সাথী তুই কি রাস্তার শেষ মোড়ে এখনো দাড়িয়ে থাকিস
ছুড়েঁ দিতে একটা বাঝঁ করা চিঠির পাতা।
যানিস তো তোর হাতের লেখা যা বুঝতে আমার খবু কষ্ট হয়
মুখ চেপে হাসি পালায়, শুধু তোর ভয়ে।
জানিস আরোবী তোর রোজ ভোরের কষ্টের ফসল গুলি শুখিয়ে গেছে
আমার খুব যতনের শজনে ডাটায় রেখে দিয়েছি বইয়ের ভাঝে।
কোনদিন হয়তো বলবি, আমার বকুল ফুলের মালা গুলি কোথায়
তোর যা ঝগড়াটে স্বভাব
ফিরে আয়নারে,খুব অনুভব করি তোকে।
আমি নাহ শেষ বারের মতো হাড়তে চাই
আরোবী ইসলাম সাথী তুই তো কোনদিন
জেতার নেষায় মগ্ন হয়ে ভুলৈ যাস,আমার রিক্ততার সময় টাকে।
আমি তো বার বার জিতে গিয়েও,
তোকে বলি, তুই জয়ি, তুই জয়ি,তুই জয়ি
শেষ বারের মতো হাড়তে চাই।
তুই ফিরে আয়, আমি এখনো দাড়িয়ে
রাস্তার শেষ মোড়ে।

ঋতু
২৮ শে জুলাই ১৯
বর্ষার মাঝামাঝি
চিত্রা নদীর পারে