৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে ব্যবসায়ীর আট লক্ষ টাকা ছিনতাই, টাকাসহ দুই জন আটক

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
শ্রীপুরে ব্যবসায়ীর আট লক্ষ টাকা ছিনতাই, টাকাসহ দুই জন আটক

Sharing is caring!

শ্রীপুরে ব্যবসায়ীর আট লক্ষ টাকা ছিনতাই, টাকাসহ দুই জন আটক

 

রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ-
গাজীপুরের শ্রীপুর কাওরাইদ-বরমী আঞ্চলিক সড়কে বিকাশ ব্যবসায়ী এজেন্ট এর ৮ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই হয়।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ওই সড়কের বরকুল মহিলা মাদরাসার নিকট এ ঘটনা ঘটে।

স্থানীয় জনতা দুই ছিনতাইকারী রাকিব (২৪) ও নাঈম ইসলাম (২০) কে ধরে ৬ লক্ষ ৮০ হাজার টাকা ১৪টি মোবাইল ফোনসহ পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতরা হলো- শ্রীপুরের বরমী ইউনিয়নের
পাঠানটেক গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রাকিব (২৪) এবং ময়মনসিংহ জেলার পাগলা থানার সাদোয়া গ্রামের সোনা মিয়ার পুত্র নাঈম ইসলাম (২০)।

শ্রীপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, বরমী উত্তর বাজারের বিকাশ ব্যবসায়ী এবাদুল শনিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বরকুল গ্রামের বাড়ীতে যাচ্ছিল।

রাত সাড়ে ১২টার দিকে মহিলা মাদরাসার নিকট পৌছা মাত্র পূর্বে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা এবাদুল এর উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট করে গুরুত্বর আহত করে।

ছিনতাইকারীরা এবাদুলের নিকট থেকে নগদ ৮ লক্ষ ২০ হাজার টাকা ও দোকানের ১৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এবাদুলের ডাক চিৎকার শুনিয়া স্থানীয় জনতা এসে দুই ছিনতাইকারীকে ধরে ৬ লক্ষ ৮০ হাজার টাকা ও ১৪ মোবাইল ফোন উদ্ধার করে।

এদিকে এবাদুলের স্বজরা আশংকা জনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।