৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

Sharing is caring!

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

 

এম এ সালাম রুবেল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা।

শনিবার সকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আয়োজনে শহরের চৌড়াস্ত মোড়ে এ মানববন্ধন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব সুচরিতা দেবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো,ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য আবু মহিউদ্দীন,রওশন হক তুষার, আসম গোলাম ফারুক রুবেল,জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম প্রমূখ।

বক্তারা এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিভ্রান্তিকর ও কটুকথা বলছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।