১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

২হাজার পিচ ইয়াবা উদ্ধার,রামুর মাদক বিক্রেতা লোহাগাড়ায় আটক

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২০
২হাজার পিচ ইয়াবা উদ্ধার,রামুর মাদক বিক্রেতা লোহাগাড়ায় আটক

Sharing is caring!

২হাজার পিচ ইয়াবা উদ্ধার,রামুর মাদক বিক্রেতা লোহাগাড়ায় আটক

 

 

রায়হান সিকদার,লোহাগাড়াঃ-

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।

আটককৃত কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল নয়া পাড়া এলাকার মৃত মনির আহমদের পুত্র জিয়া উদ্দিন প্রকাশ মোরশেদ (২৫)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল পৃথক অভিযান চাঁলিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২৪ নভেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।