Sharing is caring!

গহীণ গাঙ্গের পাড়ে আমার ছোট্ট কুঁড়েঘর,
জন্ম এই গাঁয় থাকবো আমি সারা জীবন ভর ।
ভয় করিনা ঝড় তুফানে এই গাঁয়েই আছি,
এ গাঁয়ের লোকের ভালোবাসা পেয়ে আমি বাঁচি ।
গাঁয়ের পথের বকুল ফুল,কুড়ায়ে আপন মনে,
আমার লাগি গাঁথিয়া মালা পরায় সে স্বযতনে ।
পাখপাখালি বৃক্ষরাজি যত দেখি তারে,
এই পাগল মন ব্যকুল হয়,শুধুই বারে বারে ।
এ গাঁয়েই ছিল দাদা দাদী মাতা পিতার বাস,
চক্ষু জুড়ায় এক পলকে দেখে সবুজ ঘাস ।
ভালোবাসায় সিক্ত মোরা একে অপরের ,
সুখী সবে এ গাঁয়ের মোরা,এ যেন গর্বের ।
ধর্ম কর্ম সবার সবাই করি মুক্ত মনে,
উৎসবেতে মেতে উঠি সকলে এক সনে ।
২৩ জুলাই ২০১৭
খলিলুর রহমান
বোলোনিয়া/ইতালীয়া ।