২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

আমার গাঁও”

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯

Sharing is caring!

 

গহীণ গাঙ্গের পাড়ে আমার ছোট্ট কুঁড়েঘর,
জন্ম এই গাঁয় থাকবো আমি সারা জীবন ভর ।

ভয় করিনা ঝড় তুফানে এই গাঁয়েই আছি,
এ গাঁয়ের লোকের ভালোবাসা পেয়ে আমি বাঁচি ।

গাঁয়ের পথের বকুল ফুল,কুড়ায়ে আপন মনে,
আমার লাগি গাঁথিয়া মালা পরায় সে স্বযতনে ।

পাখপাখালি বৃক্ষরাজি যত দেখি তারে,
এই পাগল মন ব্যকুল হয়,শুধুই বারে বারে ।

এ গাঁয়েই ছিল দাদা দাদী মাতা পিতার বাস,
চক্ষু জুড়ায় এক পলকে দেখে সবুজ ঘাস ।

ভালোবাসায় সিক্ত মোরা একে অপরের ,
সুখী সবে এ গাঁয়ের মোরা,এ যেন গর্বের ।

ধর্ম কর্ম সবার সবাই করি মুক্ত মনে,
উৎসবেতে মেতে উঠি সকলে এক সনে ।

২৩ জুলাই ২০১৭
খলিলুর রহমান
বোলোনিয়া/ইতালীয়া ।