Sharing is caring!

রচয়িতা:খলিলুর রহমান
রচনাকাল:৩০ জুন ২০১৯ খৃঃ
বিষয়:পদ্য কবিতা
বোলোনিয়া-ইতালি ।
তোমরা রঙিন চশমা চোখে দিয়ে
বেড়াও ঘুরে জগৎ ময় ,
একবার ও কি দেখেছ ভেবে
দেশটা মোদের হচ্ছে ক্ষয় ।
উচিৎ কথা বললে পরে
মুখে ঝুলে তালা ,
কথাগুলো ফুলে ফেপে
বাড়ায় বুকে জ্বালা ।
যত ক্ষতিই হোক না তোমার
করো যদি প্রতিবাদ,
অস্ত্রের আঘাতে জীবন যাবে
মানুষ সেলফি তুলবে চমৎকার ।
,
একের পর এক হচ্ছে খুন
পায়না মানুষ তাঁর বিচার ,
হবুচন্দ্র রাজার কথা
নিশ্চয় মনে আছে সবার ।
কাঁদতে কেহ পারবে নাকো
যতই মরুক শোকে,
অধিক শোকে পরলে এখন
সেলফি তুলে লোকে ।
“”””””””””””””””””””””””””””””””””””””””””
,