৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভারে ভারতে যাওয়ার সময় ৮ জন আটক

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভারে ভারতে যাওয়ার সময় ৮ জন আটক

Sharing is caring!

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে মহেশপুর উপজেলার ২ টি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, কিছু বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালান। এসময় পদ্মপুকুর এলাকা থেকে ৫ জন ও মকরধজপুর এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।