২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯
ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা,
ছাতক প্রতিনিধি :- ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেদী হাসান রাব্বী নামের যুবককে ডেকে নিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মেহেদী হাসান রাব্বী (২০) ছাতক পৌর শহরের নোয়ারাই এলাকার প্রবাসী আলমগীর হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক সিমেন্ট কারখানার চাকুরীজীবি শফিক মিয়ার পুত্র তারেক আহমদ ও তার সহযোগীরা মঙ্গলবার সন্ধ্যায় রাব্বীকে কারখানার ৪নং এলাকার বাজারে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত মেহেদী হাসান রাব্বীকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মৃত্যুবরণ করে।

ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। অভিযোগ দেয়া হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।