১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

অসচ্ছল ও দুঃস্থদের সহায়তায় শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট বর্তমান সমাজে উজ্জ্বল নক্ষত্র

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯
অসচ্ছল ও দুঃস্থদের সহায়তায় শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট বর্তমান সমাজে উজ্জ্বল নক্ষত্র

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক (ক.) ট্রাস্টের তত্ত্বাবধানে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর উদ্যোগে মাদরাসা-ই-মিলনায়তনে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শ্রী নিবারণ দাশ বালিকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সিরাজুল মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদজী অধ্যক্ষ মিহির লালা। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আদিল মাহবুব আকবরী, আশরাফ সিদ্দিকী, ওমর ফারুখ, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, জাহিদ সরওয়ার, সৈয়দ জাবেদ সরওয়ার, শামসুল হায়দার তুষার, আবুল মনসুর, শাপলা চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, অসচ্ছল ও দুঃস্থদের সহায়তায় শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট বর্তমান সমাজে উজ্জ্বল নক্ষত্র।