২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

★নীল কবিতা★

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯
★নীল কবিতা★

Sharing is caring!

****পুনম শাহরীয়ার ঋতু****

যানো কবিতা?
তোমার দেয়া বেলী ফুলঁটা
এখনো সবুজে গন্ধ ছড়ায়।
তোমার অনুভূতির পাতা গুলি
এখনো আমার কলমে,
রোজ আচঁর কাটে নীল কবিতায়।
তুমি কি এখনো নীল শাড়ি পরে
রোজ কাব্য পাড়ার মোরে,আড্ডায় বসো।
এখনো কি কপুলের লাল টিপটা ঠিক করে বসাতে পারোনা
যানো তো,এখনো তোমাকে আমার
খুব বকতে ইচ্ছে করে।
মনে হয় লাল টিপ টা বুঝি এখনো
আমাকে ঠিক করে দিতে হবে।
তুমি তো খুব মন ভুলা,কিছু না কিছু রোজ হাড়াতে হবে
কবিতা……
তোমার কি মনে পরে,
কবে সেই বৃষ্টিতে শ্লোগান ছিলো তোমার।
নীল শাড়ির আচঁল ঘেরে
শুধুই আনমনা নদীটার কাছে যাও।
যানো কবিতা……..
নদীটা আছে
নীল শাড়িটা আছে
আছে সেই কাব্য পাড়া
শুধু তুমি নেই…….
আমি রোজ নদীটার কাছে যাই,
মন ভুলা হয়ে এখনো নীল শাড়ি আর লাল টিপ খুঁজি।।

ঋতু
১৩/০৭/০১৯ ইং
সাঠুড়িয়া,দৌলদিয়া পদ্ধার পার
শুক্রবার সন্ধে ৬.২৩ মিনিট