১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

★★ভালোবাসি,ভালোবাসি ★★

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০১৯

Sharing is caring!

——-(শোভা রাণী বিশ্বাস)
আমি জোর করে তোমায় বলছি না–
আমাকে ভালো লাগতেই হবে।
আমাকে ভালোবাসতেই হবে –
আমি তাও বলছি না।
তোমার ভালোলাগা, ভালোবাসা
সে-তো তোমার একান্তই।
তোমার চোখ,তোমার ঠোট
তোমার কথা বলার স্টাইল,
আর তোমার চাহুনি —
আমাকে বারে বারে ডাকে।
আমি বলছি না–
আমাকে অনুভব করতেই হবে।
আমি সুন্দর নই,বিত্তশালীও নই
নাইবা হলাম, —
আমি ভালোবাসতে শিখেছি।
তাতে কি?—
আমি বলছি না–
আমাকে ভালোবাসতেই হবে।
প্রতিদিন তুমি এপাশ দিয়ে যাও
তোমার ছোয়াস্নাত বাতাসের স্নিগ্ধতা আমাকে ছুয়ে যাক–
তাই পিছে পিছে হাঁটি।
আমি বলছি না–
আমাকে অনুভব করো।
আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
তাতে কি?
আমি বলছি না–
আমাকে ভালোবাসতেই হবে।।