১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

গাজীপুরে অবৈধ কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচলানা কারীদের জরিমানা

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯
গাজীপুরে অবৈধ কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচলানা কারীদের জরিমানা

Sharing is caring!

 

গাজীপুর জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম তরিকুল ইসলাম এর নির্দেশনায় টঙ্গী, গাজীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার ১৬ জুলাই “কেবল টেলিভিশন নেটওর্য়াক পরিচালনা অাইন, ২০০৬ “এবং “কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা ২০১০” এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে রুপান্তর ডিজিটাল কেবল লিমিটেড এবং স্যাটেলাইট কানেকশনকে কে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং টঙ্গী স্যাট সুপারভিশনকে ১ লক্ষ টাকা মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নিমাইপাল, সুপারিনটেনডেন্ট( লাইসেন্স), বিটিভি এবং আনসার সদস্যরা সহায়তা করেন। মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।