২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

** নাক ডাকা**

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯

Sharing is caring!

–(শোভা রাণী বিশ্বাস)
কানের কাছে কান্তি বাবু
নাক ডাকছে জোরে,
শব্দ শুনে আমার চোখের
ঘুম যাচ্ছে সরে।
উহ্! বাবা গো মলাম-গেলাম
শব্দ টা কি বাজে,
আসবে কি ঘুম, ভাঙলো যে ঘুম
রাত দুপুরের মাঝে।
মাঝে মাঝে হয়যে মনে
ধাক্কা টা দেই জোরে,
দেই না আবার চমকে যাবে
এই না ঘুমের ঘোরে।
হটাৎ করেই যাই যে চেপে
নানান কথা ভেবে,
সহ্য করে বসে থাকি
কানে আঙ্গুল চেপে।
ডাক না দিয়ে কৌশলে তাই
চামচ ফেলি নিচে,
শব্দ শুনে উঠে বসে
আমি গেলাম বেঁচে।
তখন বলি ঘুরে ঘুমাও
নাক ডাকছে তোমার,
নাক ডাকারই শব্দ শুনে
ঘুম আসেনা আমার।
হঠাৎ করে উঠে বসে
এ কোন কথা বলে,
এতক্ষণের চেষ্টা সকল
গেলোই যে বিফলে।
“নাক ডাকারই শব্দ টুকু
শুনছ নাকি তুমি
শোনা কথা বিশ্বাস করা
বড়োই যে বোকামি। “