১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

★★★হিমুর নীল জোসন্যা★★★

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯
★★★হিমুর নীল জোসন্যা★★★

Sharing is caring!

★পুনম শাহরীয়ার ঋতু★

পাতামড়া এই রুদ্রের শহরে
আমি হিমু হতে চাই।
পাদুকা বিহিন চরনে বৃষ্টি ম্লাত পথে
একটু উষ্ণতা ফিরে পেতে চাই।
ভরা ক্রান্তির দেশে
যদিও আষাঢ়ের শেষক্ষণে।
তবুও…..
আমি হিমু হতে চাই
নীল ভাদরের ভরা জোসন্যায়
যেতে চাই একবার জোসন্যা ভ্রমনে।
যানো তো,
আমি অনেক হাপিয়ে উঠেছি
চকচকে আলোর আঢ়ালে,ইট পাথরের অভিশাপগ্রস্ত মঞ্চে।
প্রতিদিন অভিনয়,সংসেঁজে দিন যাযাবর
একবারের জন্যে হলেও আমি,হিমু হতে চাই।
আমার কাব্য কথনে
তোমার কোলষিত মেঘ,ছায়া পরেছে
কপুলের ভাঁজে ভাঁজে
আমি হিমু,নীল জোসন্যা ভ্রমনে যাবো।
যানো তো, তুমি শৈশবে ছিলে
উশ্ন বাতায়নের কৃষ্ণ চুড়াঁ
রোজ লাল রং,বিকেল টা খুব অন্ধকার
আলো জ্বালাবার দ্বায়
কবেই মূখ ফিরিয়ে নিয়েছে
শুধু আমি হিমু হবো বলে
তোমার শ্রাবন্তীর সন্ধায় চিকচিক আলোর বর্ষণ
আর আমি……….
আজো বলি,শুধু হিমু বলে।

ঋতু
রচনাকালঃ১৭ই জুলাই ০১৯ ইং
বর্ষার শেষক্ষণে
ঢাকা,নজরুল মঞ্চ
উৎসর্গ : মেজো আপুনি হিমুকে