২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

পুনম শাহরীয়ার ঋতু র কবিতা ★রিক্ততা ভোরে★

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯
পুনম শাহরীয়ার ঋতু র কবিতা ★রিক্ততা ভোরে★

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু

ঝড়া পাতা গুলি
আজ কাল বৈশাখী ঝড়ের আহবান
বিলুপ্ত মনে দার টানা কাক
ময়লা আবর্জনায় খুজে,ক্ষুদা নিবারণ।
শুন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে
আশা লতার শেষ ধংশস্বাশ
আমি নেহাত তাল পাতার নৌকু
ঘুর্নিপাকে চোখের কোনে জল
ছপ ছপ মায়াবী অভিনয়
রোজকার দিনে
হয়েগেছি অভ্যাগত দাস
মুক্তি চাই না,চাই প্রচন্ড রিক্ততা।

ঋতু
১০-০৭-০১৮