১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে সাংবাদিকের উপর হামলার ঘটনা আপোষে নিস্পত্তি

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯
ছাতকে সাংবাদিকের উপর হামলার ঘটনা আপোষে নিস্পত্তি

Sharing is caring!

 

ছাতক প্রতিনিধি
ছাতকে জাতীয় দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা সভাপতি শামীম আহমদ তালুকদারের উপর হামলার ঘটনাটি আপোষে নিষ্পত্তি করা হয়েছে। সোমবার রাত ৮টায় স্থানীয় ধারন বাজারে অনুষ্টিত সালিশ বৈঠকে এ ঘটনাটি নিস্পত্তি করা হয়। মুরব্বি আরিফ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সালিস বৈঠকে সাংবাদিকের সাথে সৃষ্ট ঘটনাটি ভূলবুঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন ছোরাব আলী। বৈঠকে উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাঊল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য মোশাহিদ আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সুনামগঞ্জ জেলা সমন্নয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরি, ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, সাংবাদিক অলিউর রহমান, স্থানীয় মুরব্বি ও সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী, তৈয়ব আলী, রফিকুল ইসলাম (মড়ল), বশির মিয়া, চান মিয়া, মজনু মিয়া তালুকদার, আবুল খায়রাত, কবির মিয়া, আরব আমিরাত প্রবাসী আবুল হোসেন, কুতুব উদ্দিন প্রমুখ।