Sharing is caring!

রাজশাহী প্রতিনিধি:রাজশাহীতে এ-ই সেই আলোচিত গাড়ী, যে গাড়ী নিয়ে পুলিশের লোগো লাগানো গেঞ্জি গায়ে দিয়ে, ডিবি পরিচয়ে, জেলা ডিবির গাড়ী গতিরোধ করে। আজ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাদাবাজি করতে গিয়ে আটক ম্যাজিস্ট্রেটের হাতে। এ-র সাথে এদের হোতারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
রাজশাহীর মহনগঞ্জে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট পরিচয়ে সুমি নামের একটি বেকারীতে চাঁদাবাজি করার সময় সাধারন জনতা ৩জন কথিত সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ সোমবার দুপুরে বাগমারা থানাধিন মহনগঞ্জ বাজারে সুমি বেকারীতে এ ঘটনা ঘটে।
এ সময় ঢাকা থেকে প্রকাশিত মাতৃজগত পত্রিকার স্টিকার সম্মেলিত স্টিকার লাগালো একটি সিলভার কালারের মাইক্রোবাসও জব্দ করে পুলিশ। বর্তমানে মাইক্রোবাসটি বাগমারা থানা হেফাজতে রয়েছে।

আটককৃতরা হলেন, রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধিন এলাকার বাসিন্দা (৩৪), পিতা: মৃত: জয়নাল, সায়ের গাছা এলাকার মৃত ফজর শেখের ছেলে মোঃ আব্দুল জাব্বার, চন্দ্রিমা থানাধিন ছোট বনগ্রাম ১২ রাস্তার মোড় এলাকার মৃত সোহরাব উদ্দিনের ছেলে লিয়াকত হেসেন (৩৮)।
এছাড়া আটককৃত মাইক্রোবাস চালক নগরীর মতিহার থানাধিন বিনোদপুর এলাকার মজিবরের ছেলে তোতা।
জিজ্ঞাসাবাদে দু’জন জানায়, মোঃ নাসির উদ্দিন ওরফে রাসেল নিজেকে ঢাকা থেকে প্রকাশিত মাতৃজগত প্রতিকার সাংবাদিক, লিয়াকত হেসেন দৈনিক মানবাধিকার প্রতিদিনের সাংবাদিক দাবি করেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান জানান, মহনগঞ্জ বাজারের একটি বেকারীতে ক্যামেরা হাতে তিনজন ব্যক্তি বেকারীর লোকজনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং তারা কাগজে লিখালিখি করেন।
এ সময় বেকারীর লোকজন ম্যাজিস্ট্রেট ভেবে তাদেরকে ১ হাজার টাকা দেয়। তাদের মধ্যে একজন বলেন গাড়ীতে স্যার আছে ১ হাজার টাকায় হবেনা। তখন বেকারীর মালিক আরো ১হাজার টাকা দেয় তাদের।
ঘটনার সময় বেকারীর সামনে অনেক লোকজন ভিড় করে।
কাকতালীয় ভাবে গাড়ি নিয়ে সেখান দিয়ে একজন ম্যাজিস্ট্রেট যাচ্ছিলেন। মানুষের ভিড় দেখে সেখানে তিনি গাড়ি থামিয়ে লোকজনকে জিজ্ঞাসা করেন কি হয়েছে ? এত মানুষের ভিড় কেন ? তখন স্থানীয়রা জানায় বেকারীতে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট এসেছে?
ম্যাজিস্ট্রেট বলেন তাদের গাড়ী আটকাও । এ সময় স্থানীয়রা চাঁদাবাজদের একটি সিলভার কালারের মাইক্রোবাসটি আটকায়।
ম্যাজিস্ট্রেট তাদের প্রশ্ন করেন, আপনাদের পরিচয় কি ? তখন তারা কোন উত্তর না দিয়ে চুপ করে থাকে। এ