১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার

Sharing is caring!

Manual6 Ad Code

অভিযোগ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে, মোট আক্রান্ত রোগী ৮ লাখের অধিক। করোনায় ২৪ ঘন্টায় ইতালিতে ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৮ জন। আর বিশ্বে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে আট লাখের বেশি মানুষ। ইতালিতে এ পর্যন্ত ৬৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতের সংখ্যায় শীর্ষে থাকা ইতালিতে লকডাউনের সময় এপ্রিলের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

এই মুহূর্তে ১৯৫টি দেশ কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, স্পেন, ইরানের মতো দেশগুলিতে করোনার প্রকোপ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মৃতের সংখ্যার হিসেবে এই মুহূর্তে ইটালির অবস্থাই সবচেয়ে ভয়াবহ। সেখানে এখন পর্যন্ত ১১ হাজার ৫৯১ জন প্রাণ হারিয়েছেন। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১ হাজার ৭৩৯ মানুষ।

Manual4 Ad Code

 

তবে আক্রান্তের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে। এখনও পর্যন্ত ১ লক্ষ ৬৫ হাজার ৪৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৮৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৫৪৪ জন মানুষ। পরিস্থিতি বিবেচনা করে সেখানে প্রতি চার জনের তিনজনকে বাড়ি থেকে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে। ​

 

Manual3 Ad Code

এখনও মৃত্যুমিছিল অব্যাহত আছে স্পেনে। এখন পর্যন্ত সেখানে ৮ হাজার ২৭০ জন প্রাণ হারিয়েছেন। স্পেনে আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৪১৭ জন।

 

Manual6 Ad Code

করোনার প্রকোপ অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে চীন। করোনার প্রকোপে সেখানে এখনও পর্যন্ত ৩ হাজার ৩০৯ জন প্রাণ হারিয়েছেন। এ দিন হুবেই প্রদেশে নতুন করে এক জনের মৃত্যু হয়েছে। সেইসাথে বিদেশফেরত ৪৮ জনের শরীরে নতুন করে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে।

Manual3 Ad Code