১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোঝাতে পারবোনা

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
বোঝাতে পারবোনা

Sharing is caring!

Manual4 Ad Code

বোঝাতে পারবোনা

★মোঃ বেলাল আহমেদ★

 

তোমাকে বলেছিলাম
তুমি তো শুনলেনা,
আগে তো এমন করতে না তুমি।

 

শুধু একটিবার কোন কিছু বলতেই,
তা তুমি অক্ষরে অক্ষরে অক্ষরে
পালন করতে, আর আজ,
কতোবার তোমাকে বললাম
চলোনা ঘুরে আসি দুজনে।

 

তুমি না শোনার ভান করে শুয়েই আছো ওপাশ হয়ে।

 

মনে পড়ে তোমার,
ঐ যে কোন একটা জায়গায়
নিয়ে গেলে তুমি,
ঝাড় জঙ্গলে ভরা,
মাঝে একটি পুকুর,
শাপলা ফুলটা নিবো বলে
কিনা জেদ করেছিলাম।

 

তুমি কতো কষ্ট করে ফুলটা এনে দিলে, আর বললে,
এই নাও, এটা আমার ভালবাসা,
শুধু তোমার জন্য।

Manual5 Ad Code

 

আর এখন, এখন হলে তো
তুমি আমাকে ধমক দিয়ে
রাগে চলেই যেতে।

 

আচ্ছা মনে পড়ে তোমার,
একদিন কলেজ শেষে রিকশার
জন্য দাঁড়িয়ে থাকতে একটি ছেলে মোটরসাইকেলে লিফটের অফার করেছিলো।

 

তুমি রাগে ছেলেটিকে কতো কি বলেছো,
কিন্তু এখন, আমি প্রতি দিন
অফিসে যাই আসি, কখন কিভাবে তুমি তো একটি বারও খোঁজ করোনা।

 

অদৃশ্য ভালবাসার মোহে পড়ে মানুষগুলো মাঝে মাঝে কেন
এমন দ্বৈত আচরণ করে,
সৃষ্টির রহস্য ভেদ করে
দেখতে ইচ্ছে করে আমার।

 

ভালবাসার বন্ধন’টা কোন
সুতায় বাধা তা আমি জানি না।

 

বিধাতার কাছে ডাইরেক্ট
প্রশ্ন করতে ইচ্ছে করে,
ভালবাসা দিয়ে মুখ ফিরিয়ে
নেওয়ার সিস্টেমটা তুমি
বন্ধ করতে পারো না।

 

তুমি মানুষ শ্রেষ্ঠ করে
আবার নিরুপায় করোছো কেন?
কেন অন্যের প্রতি এতো
নির্ভরশীল করেছো?
জানতে চাই আমি।

 

Manual2 Ad Code

আমি বোঝাতে পারবোনা তোমাকে,
আমার ভিতরের কষ্ট গুলো।

 

Manual1 Ad Code

নিজের মুল্যবান জীবনটাকে
মানুষ কতো কষ্টে শেষ করে দেয়,
তা তোমাকে বোঝাতে পারবোনা।
বোঝাতে পারবোনা তোমাকে,
আমি কি বোঝাতে চাই।

Manual7 Ad Code