২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রাশিয়া সফরে স্পিকার

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯

Sharing is caring!

অভিযোগডেস্কঃ  রাশিয়া সফরে গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দেশটির পার্লামেন্ট ‘দুমা’র আমন্ত্রণে আন্তর্জাতিক একটি সম্মেলনে অংশ নিতে রোববার দিবাগত রাতে মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯’ শীর্ষক এই সম্মেলনে স্পিকারের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এবং মো. জিল্লুল হাকিমও অংশ নেবেন।

সম্মেলন শেষে আগামী ৫ জুলাই শিরীন শারমিন দেশে ফিরবেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়।