২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

দোয়ারা বাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯
দোয়ারা বাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেহা ছাতক থেকেঃ-
দোয়ারাবাজারের পল্লীতে বসত-ঘরের তীরের সাথে গলায় রশি পেছানো তিন সন্তানের জননী ফাতেমা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম গত শনিবার রাত ৮টায় ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন। নিহত ফাতেমা বেগম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামশাইরগাঁও গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী জামাল মিয়ার স্ত্রী।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গৃহবধূ ফাতেমা বেগম নিজ সন্তানদের নিয়ে আলাদা বাড়ির দক্ষিণাংশে আলাদা একটি কক্ষে বসবাস করতেন। তার শ্বশুর-শ্বশুরিসহ পরিবারের অন্যরা বাড়ির পূর্বের ভিটায় পৃথক একটি ঘরে থাকতেন। শনিবার সন্ধ্যার পূর্বে নিহতের ছোট ছেলে ঘরে ঢুকে মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে বিষয়টি জানাজানি হয়।
থানার ওসি আবুল হাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার সকালে নিহত ওই গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।