১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কন্যা থেকে জায়া – শোভা রাণী বিশ্বাস

admin
প্রকাশিত মার্চ ৩, ২০২০
কন্যা থেকে জায়া – শোভা রাণী বিশ্বাস

Sharing is caring!

Manual7 Ad Code

★ কন্যা থেকে জায়া ★

* শোভা রাণী বিশ্বাস *

 

Manual5 Ad Code

সেদিন ও যে ছোট্ট ছিলো বসতো আমার কোলে,
দৌড়ে এসে আদর দিতো আমায় বাবা বলে।
নানান রকম রান্না হতো খেলনা হাড়িতে,
বান্ধবীদের দাওয়াত দিতো গিয়ে বাড়িতে।

 

আসতো যখন বসতে দিতো খাবার দিতো পাতে,
খাবার খেয়ে ঘুমিয়ে যেতো সবাই মিলে রাতে।
সকাল হলেই পুতুল বিয়ের ধুম পড়তো বাড়ি,
বরযাত্রী আসবে যে তাই পরতো নতুন শাড়ি।

 

পাশের বাড়ির ছেলের সাথে পুতুল দিতো বিয়ে,
নানা রকম ঢোল বাজিয়ে বউকে যেতো নিয়ে।

Manual6 Ad Code

 

মেয়ের বিদায় দিতে গিয়ে ভাসতো চোখের জলে,
বোঝানো না যেতো তারে নানান কথার ছলে।
দিনে দিনে মাস পেরিয়ে বছর হলো পার,
পুতুল খেলার বয়স গিয়ে বিয়ের বয়স তার।

 

Manual3 Ad Code

পুতুল খেলে বেড়ে ওঠা সেই মেয়েটি আজ,
শ্বশুরবাড়ি যাবে বলে গায়ে নতুন সাজ।
পুতুল বিয়ে দিতে গিয়ে কাঁদত বসে যে,
শ্বশুর বাড়ি আজ কে যাবে বাঁধন ছিড়ে সে।

 

শূন্যঘরে একলা দুজন থাকবো কেমন করে,
এই কথাটা ভেবে আমার চোখের পানি ঝরে।
বিধির বিধান বড়ই কঠিন এমনি করেও আমি,
বাবা-মা কে ছেড়ে আপন করেছিলাম স্বামী।

Manual4 Ad Code