১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওয়ানডে সিরিজের টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২০
ওয়ানডে সিরিজের টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা

Sharing is caring!

Manual2 Ad Code

ক্রীড়া ডেস্ক : রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ওয়ানডেই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিন্ন পাঁচ গ্যালারিতে বসে ম্যাচগুলো দেখতে পারবেন দর্শকরা। যে জন্য সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।

 

সর্বনিম্ন ১০০ টাকা করে পাওয়া যাবে গ্রিন হিল এরিয়া ও পশ্চিম গ্যালারির টিকিট। এছাড়া পূর্ব গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। প্যাভিলিয়ন লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা।

Manual8 Ad Code

 

আজ (শুক্রবার) থেকেই পাওয়া যাবে এ সিরিজের টিকিট। সংগ্রহ করা যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের বুথ থেকে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

উল্লেখ্য, আগামী ১ ও ৩ মার্চ সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। তবে ৬ মার্চ শুক্রবার হওয়ায়, সেদিনের ম্যাচ শুরু দুপুর ২টায়।

Manual7 Ad Code