১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

গাইবান্ধায় বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদন্ড

admin
প্রকাশিত জুন ২৮, ২০১৯
গাইবান্ধায় বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদন্ড

Sharing is caring!

জাহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সদর উপজেলায় অবৈধ বালু উত্তেলনের সময় ২টি শ্যালো মেশিন জব্দসহ তিন জন আটক।

২৭ জুন বৃহস্পতিবার বিকালে সদরের কাঠিহারায় ভ্রাম্যমান অভিযানে জক্দ ও আটক করেন। সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন এক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউপি’র কাঠিহারা নামক স্থানে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১০০ টি পাইপ ধ্বংস ও দুটি শ্যালো মেশিন জব্দ ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম গুড়িয়ে দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে বালু পরিবহনের কাজে ব্যবহৃত ৬ টি ট্রাক্টর(কাঁকড়া) বিকল করে দেওয়া হয়।অভিযানে নিষেধ করা সত্ত্বেও অবৈধ বালু উত্তোলন কাজে সহযোগিতা অব্যাহত রাখায় ৩ জনের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।