১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ১

admin
প্রকাশিত জুন ২৬, ২০১৯
চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ১

Sharing is caring!

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অস্ত্র বিক্রির লক্ষ্যে নতুন ব্রিজ হয়ে এক যুবক বায়েজিদ এলাকায় যাচ্ছে এমন তথ্য পেয়ে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। কোতোয়ালি থানা ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট বিআই ডব্লিও টিএ অফিসের সামনে থেকে অস্ত্রসহ সাইফুলকে গ্রেফতার করা হয়। সাইফুল নগরীর বায়েজিদ থানা পূর্ব শহীদ নগর লেদু হাজীর পুরান বাড়ির মো. ইসমাইলের ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারের পর সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ দেশিয় তৈরি অস্ত্র সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।