১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফখরুলকে কাদের ফোনের রেকর্ড আছে, চাইলে প্রমাণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০
ফখরুলকে কাদের ফোনের রেকর্ড আছে, চাইলে প্রমাণ

Sharing is caring!

Manual5 Ad Code
ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ডানে) – ফাইল ছবি

 

অভিযোগ ডেস্ক : খালেদা জিয়ার মুক্তি বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে যে ফোন করেছিলেন তার রেকর্ড রয়েছে বলে দাবি করেছেন ওবায়দুল কাদের।

 

প্রমাণ চাইলে তা দিতে পারবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে (মির্জা ফখরুল) ছোট করতে চাই না।’

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে খুলনা বিভাগীয় আওয়ামী লীগের যৌথসভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

খালেদা জিয়ার মুক্তি বিষয়ে ওবায়দুল কাদেরকে ফোন করার বিষয়টি সম্প্রতি অস্বীকার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মিথ্যা কথা কেন বলব? মির্জা ফখরুল সাহেব আমাকে ফোন করেছেন। ফোন করে অনুরোধ করেছেন বেগম জিয়ার মুক্তির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলার জন্য। আমাকে তিনি বলেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। অসত্য কথা আমি কেন বলব?’

 

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) আমাকে অনুরোধ করেছেন। এখন তিনি কি প্রমাণ করতে চান যে তিনি আমাকে অনুরোধ করেননি? তাহলে কিন্তু প্রমাণ দিয়ে দেব। কারণ টেলিফোনে যে সংলাপ, সেটি তো আর গোপন থাকবে না।

 

Manual1 Ad Code

এটা বের করা যাবে। ফোনে কথা বললে এটা কি গোপন রাখা যাবে? এটার রেকর্ড আছে না? আমি তাকে ছোট করতে চাই না।’

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি এক জায়গায় বলেছেন, আমাকে ফোন দেননি। তিনি আমার সঙ্গে কথা বলেছেন এবং সেটির রেকর্ড আছে। আমি আর নিচে যেতে চাই না। উনি নিজেকে কেন নিচে নিয়ে যাচ্ছেন?’

 

Manual4 Ad Code

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকসহ খুলনা বিভাগের সাংগঠনিক জেলার শীর্ষ নেতারা উপস্থিতি ছিলেন।