১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিবেদিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০
নিবেদিত

Sharing is caring!

Manual2 Ad Code

নিবেদিত কবিতা-

Manual1 Ad Code

দুঃখের দহনে – ডা.মিজানুর রহমান মাওলা।

Manual5 Ad Code

আমি হাসিনা কাঁদিনা
দুঃখের দহনে বাঁচি,
সুখের আশায় জীবন কাটাতে
সময়-শ্রমে জনমনে নিতান্তই নাচি।
নিজের অধিকার পাইনা আমি
কষ্ট ভরা বুকে,
তবুও জালা সয়না চোঁখে
অন্যরা কেন থাকে দুঃখে।

রক্ত দিয়ে স্বাধীন হলো
মানবতা শুধু মুখে,
স্বার্থের টানে লড়ছে মানুষ
জাতি জ্ঞ‍্যাতি থুয়ে।
যাদের পাণে অদিনস্ত
রাজা প্রজা ছুয়ে,
ধর্মেকর্মে লাগামটানি
প্রজা বড়ো দুঃখে।

Manual1 Ad Code

দুর্নীতি আর ভেজাল রোধে
ঠকছে মানুষ পদে,
ন্যায় অন্যায়ের বাদ-প্রতীবাদ
ছিন্ন মানুষ কাঁদে।
কেউ বুঝেনা চাওয়া পাওয়া
অসহায় আমরা দুঃখে,
নেতা হোতার মান বুঝেনা
কষে ঠুসে মারে।

Manual5 Ad Code

নিয়মনীতির উর্ধে মানুষ
আধার ভেঙ্গে ছুটে,
নেকড়ে মানুষ অধিকার লুটে
ধনমান শানশওকতে পুটে।
দক্ষ ব্যক্তি হয়না যোগ্য
লোভলালসায় সময়-শ্রমে পণ্য,
জাতির বিধান মানবে জনে
আপনমনে ক্ষনে হবো ধন্য।