১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১৪ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে শাওন আহম্মেদ এর নতুন গান “আজ স্বপ্ন ছুয়ে বল”

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২০
১৪ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে শাওন আহম্মেদ এর নতুন গান “আজ স্বপ্ন ছুয়ে বল”

Sharing is caring!

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

শামীমা নাসরীন লিপাঃ শাওন আহম্মেদ তার ভক্ত শ্রোতাদের মাঝে হাজির হতে যাচ্ছেন। তিনি প্রথম বারের মতো একক গান নিয়ে হাজির হচ্ছেন। গানের কথা সুর করেছেন মিজানুর রহমান মিল্টন । গানের সঙ্গীত করেছেন বর্তমান প্রজন্মের তরুণ জনপ্রিয় সংগীত পরিচালক অন্তর গানের শিরোনাম হচ্ছে আজ স্বপ্ন ছুয়ে বল এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন Nesal sing multimedia নতুন গান প্রসঙ্গে শাওন আহম্মেদ বলেন, ‘গানটির কথা এবং সুর সঙ্গীতায়োজন খুব ভালো হয়েছে।
আমাকে নতুনভাবে আমার ভক্ত ও দর্শক শ্রোতা দেখতে পাবেন। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। আমার সকল দর্শক-শ্রোতাদের এই গানটি ভালো লাগবে। Nesal sing multimedia মিউজিক চ্যানেল জানায়, বিশ্ব ভালোবাসা দিবসে গানটি তাদের নিজস্ব চ্যানেলে প্রকাশ করা হবে। এদিকে শাওন আহম্মেদ এখন ঢাকা গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুধু গান নিয়েই যব্যস্ত রয়েছেন গানের পাশাপাশি ব্যস্ত রয়েছেন সংগীত পড়াশুনা নিয়েও। তিনি এখন ছায়নটে ইউনিভার্সিটির অধীনে লোক সংগীতে পড়াশুনো করছেন। শাওন আহম্মেদ তার এই আজ স্বপ্ন ছুয়ে বল গানটি শোনা এবং দেখার জন্য তার ভক্ত-শ্রোতাদের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছেন।

Manual8 Ad Code